Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#2357
৩১। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ –
- ধূসর পাণ্ডুলিপি
৩২। ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’ এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-
- জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
৩৩। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
- ওরা কি করে?
৩৪। মধ্যপদলোপী কর্মধারয়-এর দৃষ্টান্ত
- হাসিমাখা মুখ – হাসিমুখ
৩৫। কোনটি ঐতিহাসিক নাটক?
- রক্তাক্ত প্রান্তর
৩৬। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে-
- সনেটে
৩৭। ‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন –
- মোজাম্মেল হক
৩৮। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?
- (ক) হাতি/হাতী (ঘ) দাদি/দাদী
৩৯। মানিক বন্দোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপন্যাসের উপজীব্য-
- জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ
৪০। ‘শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শর; লিখে রেখ, একবিন্দু দিলেম শিশির।’ এ অংশটুকুর মূল প্রতিপাদ্য-
- অকৃতজ্ঞতা
৪১। একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
- ২০৬
৪২। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
- ব্রোমিন
৪৩। কোনটি চৌম্বক পদার্থ?
- কোবাল্ট
৪৪। উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ পর্বত চূড়ায়-
- বায়ুর চাপ কম
৪৫। কোনো স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুণ বাড়বে বা কমবে?
- ৩ গুণ কমবে
৪৬। সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?
- অর্ধেক হবে
৪৭। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
- লোহায়
৪৮। মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান কোনটি?
- ভাইকিং
৪৯। পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
- ওপেনহাইমার
৫০। সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
- অবতল
৫১। প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?
- মহাস্থানগড়
৫২। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
- খাজা নাজিমুদ্দীন
৫৩। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
- ১৯৫০ সালে
৫৪। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
- চাঁপাইনবাবগঞ্জ
৫৫। আওয়ামী লীগের ছয়-দফা কোন সালে পেশ করা হয়েছিল?
- ১৯৬৬ সালে
৫৬। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
- ১৯৫৩ সালে
৫৭। ’আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ – গানটির সুরকার কে?
- আলতাফ মাহমুদ
৫৮। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
- মাইনুল হোসেন
৫৯। বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
- সাত
৬০। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?
- সিপাহী
৬১। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
- ১৪ ডিসেম্বর
৬২। বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?
- ২৭ ফব্রুয়ারি
৬৩। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
- কৈলাস
৬৪। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি?
- গারো
৬৫। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
- বুড়িগঙ্গা
৬৬। বাংলাদেশে ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যা কত?
- [ Note: অর্থনৈতিক সমীক্ষা ২০১৮-এর তথ্য মতে, বর্তমানে বাংলাদেশে রেজিস্টার্ড চিকিৎসক প্রতি জনসংখ্যা ২,০৩৯ জন।]
৬৭। চলন বিল কোথায় অবস্থিত?
- পাবনা ও নাটোর জেলায়
৬৮। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
- ১৬.৫ কিলোমিটার
৬৯। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
- লালমনিরহাট
৭০। সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার?
- ব্যাখ্যা: পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হলো সুন্দরবন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এলাকা মিলিয়ে এর আয়তন ১০ হাজার বর্গ কিলোমিটার। তবে বাংলাদেশ অংশের আয়তন ৬০১৭ বর্গ কিলোমিটার (তথ্য: বন অধিদপ্তর)।
৭১। Select the answer of the word ‘stagflagation’.
- Economic slow down
৭২। what is the meaning of the word ‘scuttle’?
- Abandon
৭৩। What is the meaning of the word ‘stanch’?
- Put an end to
৭৪। What is the meaning of the word ‘belated’?
- Tardy
৭৫। What is the meaning of the word ‘sequences’?
- To follow
৭৬। What is the meaning of the word ‘euphemism’?
- In offensive expression
৭৭। ‘The rainbow’ is –
- A novel by D. H. Lawrence
৭৮। ‘Tom Jones’ by Henry Fielding was first published in –
- The 1st half of 19th century
৭৯। The literary work ‘Kubla Khan’ is –
- A verse by Coleridge
৮০। T. S Eliot was born in –
- USA
৮১। What was the real name of the great American short writer, ‘O Henry’?
- William Sydney Porter
৮২। Anything ‘Pernicious’ tends to injure or destroy. Something which has no such harmful effect is –
- Innocuous
৮৩। Do not worry, English grammar is not – to understand. Which of the following best fits in the blank space?
- Too difficult
৮৪। We (not have) a holiday since the beginning of the year. – Which of the following verb forms best completes the above sentence?
- Have not had
৮৫। If I were you, I (handle) the situation more carefully. – Which of the following verb forms best completes the above sentence?
- Would handle
৮৬। It’s time (you realize) your mistakes. Which of the following clause best fits in the above sentence?
- That you realize
৮৭। We have recently entered-an agreement with the Inland Co-operative Society. – Which of the following best fits in the blank space?
- Into
৮৮। The boy from the village said, “I – starve than beg.” – Which of the following best completes the above sentence?
- Would rather
৮৯। It is too difficult to ‘tolearte’ bad temper for long. – Which of the following phrases best replaces ‘tolerate’ in the above sentence?
- Put up with
৯০। I have never seen such a slow coach like you, this small work has taken you three full months. – What does the idiom’ a slow coach’ mean?
- A very lazy person
৯১। যদি x³+hx+10=0 এর একটি সমাধান 2 হয়ম তবে h এর মান কত?
- -9
৯২। একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
- ১৪৪
৯৩। y=3x + 2, y= -3x + 2 এবং y= -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কি?
- একটি সমদ্বিবাহু ত্রিভুজ
৯৪। ৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?
- ৫
৯৫। একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
- ৬
৯৬। [২-৩(২-৩)-১]-১ এর মান কত?
- ১/৫
৯৭। বালক ও বালিকার একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে। প্রথম বালক ৫ জন বালিকার সঙ্গে খেলছে, দ্বিতীয় বালক ৬ জন বালিকার সঙ্গে খেলছে। এভাবে শেষ বালক সবকটি বালিকার সঙ্গে খেলছে। যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে, তবে b এর মান কত?
- b = g – 4
৯৮। একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন ১০০n হলে ঐ ষড়ভুজের আয়তন কত?
- ২০০রুট৩
৯৯। কোনো পরীক্ষায় একটি ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলোর এক-তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?
- ৫০টি
১০০। একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল?
- ৪৮
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    191 Views
    by tasnima

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]