Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#2356
সময়: ১ ঘন্টা; পূর্ণমান: ১০০
পরীক্ষা: ১৯৯১-৯২
১। ১৯৯১ সালের Business International-এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার (Living cost) সবচেয়ে বেশি-
(ক) টোকিওতে (খ) নিউইয়র্কে (গ) তেহরানে (ঘ) আবিদজানে
[Note: ২০১৮ সালে বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর সিঙ্গাপুর সিটি (সিঙ্গাপুর)। [ সূত্র: ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ]
২। উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে ১৯৯০ সালে সর্ববৃহৎ বিক্রেতা –
- আইবিএম
৩। আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectancy) সবচেয়ে বেশি –
[ Note: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) প্রকাশিত মানব উন্নয়ন রিপোর্ট ২০১৮ অনুযায়ী গড় আয়ুতে শীর্ষ দেশ জাপান (৮৩.৯ বছর)। ২০১৭ সালে আঞ্চলিক ভিত্তিতে জীবনমানের প্রত্যাশা উত্তর আমেরিকায় বেশি (গড় আয়ু ৭৯ বছর)।
৪। ১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে?
- পাকিস্তানে
৫। ১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?
- ভারত
৬। ১৯৮৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ-
- থাইল্যান্ড
ব্যাখ্যা: জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর তথ্য মতে, ২০১৭ সালে চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত।
৭। ‘এশিয়া ওয়াচ’ কর্তৃক সমপ্রতি উৎঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়োগ করার বিবেচনা করে?
- জুন ১৯৮৯ সালে তিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডি
৮। এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে অ্যাস্কাপ সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে?
- APEC
৯। ‘জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড’ (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?
- প্রায় ৮০ শতাংশ
১০। মিয়ানমারে ১৯৯০ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি?
- এনএলডি
১১। ১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?
- ৩ অক্টোবর (মাঝরাতে)
১২। ‘ইউনিডো’ (UNIDO) -এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
- ভিয়েনা
১৩। পিএলও-এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সনে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে?
- নিউইয়র্ক
১৪। ‘International Institute on Ageing’ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
- ভ্যালেটা
১৫। কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
- ১৯৬৬ সাল থেকে
১৬। কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
- ভেনিজুয়েলা
১৭। প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
- রাশিয়ার আশখাবাদে
১৮। জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কি?
- UNDP
১৯। ১৯৯১ সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা লাভ করে?
- মাইকেল স্টিচ
২০। কোন দেশটি ‘আসিয়ান’ (ASEAN) জোটভুক্ত নয়?
- দক্ষিণ কোরিয়া
২১। ‘গোঁফ-খেজুরে’ -এই বাগ্বিধির অর্থ কি?
- নিতান্ত অলস
২২। কোন দুটি অঘোষ ধ্বনি?
- চ ছ
২৩। কোন বাক্যে ‘ঢাক্ ঢাক্ গুড় গুড়’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
- ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কাথাটি বল
২৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম-
- গোবিন্দলাল ও রোহিনী
২৫। ‘যা পূর্বে ছিল এখন নেই’ – এক কথায় কি হবে?
- ভূতপূর্ব
২৬। কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
- লেখাপড়া কর, নতুবা ফেল করবে
২৭। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
- ১৯৬১ সালে
২৮। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
- সাত সাগরের মাঝি – ফররুখ আহমদ
২৯। ‘অনল প্রবাহ’ রচনা করেন –
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
৩০। কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
- আমি দুপুরে ভাত খাই
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3302 Views
    by apple
    0 Replies 
    573 Views
    by sajib
    0 Replies 
    379 Views
    by kajol
    0 Replies 
    988 Views
    by rajib
    0 Replies 
    253 Views
    by tasnima

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]