Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#1684
০১) কিসের প্রভাবে অর্থ সংকোচিত হয়?
®__উপসর্গের প্রভাবে

০২) নিচের কোন বানানগুলো শুদ্ধ?
®__সোনালি,তরী,নিঃশ্বাস

০৩) "যার প্রকৃত বর্ণ ধরা যায় না"এক কথায় হবে?
®__বর্ণচোরা

০৪) "ঘাটতি"এর বিপরীত শব্দ কী?
®__উদ্বৃত্ত

০৫) "ঘর থাকতে বাবুই ভেজা" বাগধারাটির অর্থ কী?
®__সুযোগ থেকেও কষ্ট

০৬) নিচের কোনটি বহুব্রীহি সমাস?(রিপিট ২০১৭)
®__হাতাহাতি

০৭) "জোড়"ও জোর" শব্দের অর্থ যথাক্রমে?
®__যুগল ও শক্তি

০৮) "আভাষ ও আভাস" শব্দের অর্থ যথাক্রমে?
®__ভূমিকা ও ইশারা
(আবাস অর্থ বাসস্থান)

০৯) "নায়ক"এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
®__নৈ+অক

১০) কোনটি শুদ্ধ বানান?(রিপিট ২০১৭)
®__আকাঙ্ক্ষা

১১) কৃতঘ্ন শব্দের অর্থ কী?(রিপিট সহকারী পরিচালক ২০১৭)
®__যে উপকারীর অপকার করে

১২) "নন্দিত-নিন্দীত"কিসের উদাহরণ?(অফিস অ্যাসিসটেন্ট-১৭)
®__বিপরীত শব্দের।

১৩) "কবর"নাটকের রচয়িতা কে?(অফিস অ্যাসিসটেন্ট-১৭)
®__মুনীর চৌধুরী

১৪) কোনটি শুদ্ধ বানান?(রিপিট-১৭)
®__দরিদ্রতা

১৫) বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?(রিপিট-১৭)
®__শব্দ

২০১৫ সালের সহকারী পরিচালক পদের বাংলা প্রশ্ন....

১৬) "লাল নীল দীপাবলি" কার রচনা?
®__হুমায়ুন আজাদ

১৭) পায়ের আওয়াজ পাওয়া যায় কোন জাতীয় রচনা?
®__নাটক(কাব্যনাট্য)
®__নোট রমজান

১৮) আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে"--পঙ্ক্তিটির রচয়িতা কে?
®__রবীন্দ্রনাথ ঠাকুর

১৯) "মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা"রচয়িতা কে?(রিপিট-১৭)
®__অতুলপ্রসাদ সেন

২০) কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?
®__কুঁচবরণ কন্যা

২১) "দোজখের ওম"গল্পগ্রন্থটি কার রচনা?
®__আখতারুজ্জামান ইলিয়াস

২২) উপরোধ শব্দের অর্থ কী?
®__অনুরোধ

২৩) "রামগরুড়ের ছানা"বাগধারাটির অর্থ কী?
®__গোমরামুখো লোক

২৪) শুদ্ধ বানান কোনটি?
®__সবগুলো(অদ্ভুদ,উদ্ভূত,অন্তর্ভুক্ত)

২৫) শুদ্ধ বানান কোনটি?
®__সান্ত্বনা

২৬) "রত্নাকর" শব্দটির সন্ধি বিচ্ছেদ কী?
®__রত্ন+আকর

২৭) "কাঁচি"কোন ভাষার শব্দ?
®__তুর্কি

২৮) "প্রেম"এর প্রকৃতি-প্রত্যয় কী?
®__প্রিয়+ইমন

২৯) "শিষ্ঠাচার"এর সমার্থক শব্দ কোনটি?
®__সদাচার

৩০) "রাবণের চিতা"বাগধারাটির অর্থ কী?
®__চির অশান্তি

৩১) "লক্ষ প্রাণের বিনিময়ে"গ্রন্থটির রচয়িতা কে?
®__রফিকুল ইসলাম(বীর উত্তম)

৩২) লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?(রিপিট সহকারী পরিচালক-১৭)
®__কবিরাজ

৩৩) "চাঁদের ন্যায় মুখ" কোন সমাস?
®__উপমিত কর্মধারয়

৩৪) "মহাকীর্তি" এর ব্যাসবাক্য কী?
®__মহতী যে কীর্তি

৩৫) মধ্য যুগের প্রথম কাব্য কোনটি?
®__শ্রীকৃষ্ণকীর্তন

৩৬) কবি নজরুল ইসলামের কোন কবিতা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে?
®__আনন্দময়ীর আগমনে

৩৭) "সংস্কৃতি"গ্রন্থটির রচয়িতার নাম কী?
®__আহমদ শরীফ

৩৮) কবর কবিতার রচয়িতা কে?
®__জসীম উদদীন

৩৯) "কাশবনের কন্যা"কোন জাতীয় রচনা?
®__উপন্যাস

৪০) "বাংলাদেশ স্বপ্ন দ্যাখে"কাব্য গ্রন্থটির রচয়িতা কে?
®__শামসুর রাহমান

৪১) সৈয়দ শামসুল হকের লেখা নাটক নিচের কোনটি?
®__পায়ের আওয়াজ পাওয়া যায়

৪২) "Let there be light" কার প্রামাণ্যচিত্র?
®__জহির রায়হানের

৪৩) সোনালি কাবিন"কাব্যের রচয়িতা কে?
®__আল মাহমুদ

৪৪) "সংস্কৃতির ভাঙা সেতু"কার গ্রন্থ?
®__আখতারুজ্জামান ইলিয়াস

৪৫) "গুরুজনে করো ভক্তি" এখানে "গুরুজন" কোন প্রকারের কারক?
®__সম্প্রদান কারক

৪৬) বাংলা গদ্যের জনক কে?
®__ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৪৭) আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে?
®__মাইকেল মধুসূদন দত্ত

৪৮) "ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়"গানটির রচয়িতা কে?
®__আব্দুল লতিফ

৪৯) অর্ধ-মাত্রা স্বরবর্ণ কতটি?
®__১টি(ঋ)

৫০) "Subconscious"শব্দটির বাংলা পারিভাষিক অর্থ হলো?
®__অবচেতন

৫১) "ক্ষীয়মাণ"এর বিপরীত শব্দ কী?
®__বর্ধমান

৫২) "হিং টিং ছট"রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ হতে নেওয়া হয়েছে?
®__সোনারতরী

৫৩) কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন?
®__১৯৭২ সালের ২৪ মে,

৫৪) রাজার দুয়ারে হাতি বাঁধা"-দুয়ারে শব্দটি কোন কারক?
®__অধিকরণ কারক

৫৫) বাক্যের মৌলিক উপাদান কোনটি?
®__শব্দ
(ভাষার মূল উপাদান ধ্বনি)

নোট Md. Ramjan
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    97 Views
    by shahan
    0 Replies 
    739 Views
    by rafique
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    211 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]