Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#1682
০১) ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কী?
®__বাংলা সাহিত্যের কথা
(ভাষাবিষয়ক গ্রন্থ "বাংলা ভাষার ইতিবৃত্ত")

০২) বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
®__মাইকেল মধুসূদন দত্ত
→সনেটের প্রবর্তক পের্ত্রাক

০৩) "নষ্ট হওয়ার স্বভাব যার" এক কথায় হবে?
®__নশ্বর

০৪) কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
®__আগুনের পরশমণি

০৫) বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
®__১০টি

০৬) এক কথায় প্রকাশ করুনঃ কম কথা বলে যে-----
®__মিতভাষী

০৭) নাবিক এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
®__কোনটিই নয়(উত্তর নৌ+ইক হবে)

০৮) "কাপুড়ে বাবু"বাগধারার অর্থ কী?
®__বাহ্যিক সৌন্দর্য

০৯) কোনটি বিশেষণ?
®__সৎ

১০) "কেতা দুরস্ত"বাগধারাটির অর্থ কী?
®__পরিপাটি

১১) "সাগর"শব্দের সমার্থক শব্দ কী?
®__অর্ণব

১২) দুই বর্ণের পরস্পর মিলনকে কী বলে?
®__সন্ধি

১৩) "চাঁদ মুখ"এর ব্যাসবাক্য হলো?
®__চাঁদের মতো মুখ

১৪) "তুমি আসবে বলে স্বাধীনতা" কার কবিতা?
®__শামসুর রাহমানের

১৫)"গরল"শব্দের বিপরীত শব্দ কী?(রিপিট সহকারী পরিচালক)
®__অমৃত

১৬) "মাটির ময়না"চলচ্চিত্রের নির্মাতা কে?(রিপিট সহকারী পরিচালক)
®__তারেক মাসুদ

১৭) লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?(রিপিট সহকারী পরিচালক)
®__কবিরাজ

১৮) বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?(রিপিটসহকারী পরিচালক)
®__চন্দ্রাবতী

১৯) ওমর খৈয়াম কোন দেশের কবি?(রিপিট সহকারী পরিচালক)
®__ইরানের কবি

২০) যা চেটে খাওয়া যায়----এক কথায় হবে?(রিপিট সহকারী পরিচালক )
®__লেহ্য

২১) "চোখের বালি"এর অর্থ কী?(রিপিট সহকারী পরিচালক)
®__শত্রু(বা চক্ষুশূল/অপ্রিয় ব্যক্তি)

২২) কৃতঘ্ন শব্দের অর্থ কী?(রিপিট সহকারী পরিচালক)
®__যে উপকারীর অপকার করে

২৩) "যা স্থায়ী নয়"এক কথায়?(রিপিট সহকারী পরিচালক)
®__অস্থায়ী

২৪) আমানত শব্দের অর্থ কী?(রিপিট সহকারী পরিচালক)
®__গচ্ছিত

২৫) কোনটি হযরত মুহম্মদ (সঃ) এর জীবনী গ্রন্থ?
®__মরুভাস্কর

নোট Md. Ramjan
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    725 Views
    by rafique
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]