Get on Google Play

বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নসমুহ ও সমাধান
#1681
০১)বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?
®__চন্দ্রাবতী
®__১ম উপন্যাসিক সর্ণকুমারী দেবী

০২) নির্ভুল বানান কোনটি?
®__মুহুর্মুহু

০৩) লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
®__কবিরাজ

০৪) বাংলা ভাষায় ৩টি মৌলিক অংশ রয়েছে,এগুলো কী কী?
®__ধ্বনি,বর্ণ,বাক্য

০৫) কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত কোন জাতীয় পদক প্রদান করা হয়?
®__পদ্মভূষণ

০৬) "গাড়ি স্টেশন ছাড়ে"এখানে 'স্টেশন' কোন কারকে কোন বিভক্তি?
®__অপাদানে ৭মী

০৭) "অচেনা"কোন সমাস?
®__তৎপুরুষ সমাস(নঞ তৎপুরুষ)

০৮) "এ এক বিরাট সত্য"এখানে "সত্য" কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?
®__বিশেষ্য

০৯) "গরল"শব্দের বিপরীত শব্দ কী?
®__অমৃত

১০) "মাটির ময়না"চলচ্চিত্রের নির্মাতা কে?
®__তারেক মাসুদ

১১) ওমর খৈয়াম কোন দেশের কবি?
®__ইরানের কবি

১২) যা চেটে খাওয়া যায়----এক কথায় হবে?
®__লেহ্য

১৩) সন্ধি বিচ্ছেদ করুন"পুরস্কার"?
®__পুরঃ+কার

১৪) "চোখের বালি"এর অর্থ কী?
®__শত্রু(বা চক্ষুশূল/অপ্রিয় ব্যক্তি)

১৫) কৃতঘ্ন শব্দের অর্থ কী?
®__যে উপকারীর অপকার করে

১৬) বাক্য সংকোচন করুনঃ"চক্ষু দ্বারা গৃহীত"----
®__চাক্ষুস

১৭) "মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা"চরণটি কার লেখা?
®__কোনটিই নয়
(উত্তর হবে অতুলপ্রসাদ সেন)

১৮) বাংলা নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম কোন জেলায়?
®__রংপুরে(১৮৮০-১৯৩২ ৯ডিসেম্বর)

১৯) "যা স্থায়ী নয়"এক কথায়?
®__অস্থায়ী

২০) আমানত শব্দের অর্থ কী?
®__গচ্ছিত

নোট Md. Ramjan
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    97 Views
    by shahan
    0 Replies 
    739 Views
    by rafique
    0 Replies 
    387 Views
    by sajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    210 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]