Get on Google Play

ব্যাংক, বীমা, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, অন্যান্য বানিজ্যিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান
#8187
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি।
সূত্র: ৩০.৩৪.০০০০.০৭৩.২৯.০০০.২৪/৯৭৩
বিজ্ঞপ্তিতে প্রকাশিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিঠেড-এ নিম্নে উল্লিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র: ৩০.৩৪.০০০০.০৭৩.২৯.০০০.২৪/৩৮৫ তারিখ: ২০/০৩/২০২৪খ্রি: এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্নবর্ণিত পদে যে সকল প্রার্থী ইতোপূর্বে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

শর্তাবলি ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি:
* সকল পদে বয়সসীমা ২৩/১২/২০২৪ খ্রি: তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
* ক্রমিক নং ০১ থেকে ১০-এর অর্ন্তভূক্ত পদসমূহের নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে ০৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন। সন্তোষজনক ০৩ বছর চুক্তিভিক্তিক চাকুরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে। ক্রমিক নং ১১ এর পদসমূহের নির্বাচিত প্রার্থীগণ ৮৯ দিন ভিত্তিতে (শর্তসাপেক্ষে নবায়নযোগ্য) নিয়োগ প্রাপ্ত হবেন।
* নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন, সংযোজন (যদি থাকে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ওয়েবসাইটে www.biman.gov.bd এবং www.biman-airlines.com প্রকাশ করা হবে।
* বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং পদের নাম সংশোধন/পরিবর্তন, পরীক্ষার সময়-সূচী পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
* চাকুরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে/অনুমতিক্রমে আবেদন করতে হবে।
* বিভিন্ন পদসমূহের নিয়োগ পরীক্ষা একইদিনে অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন।
* প্রার্থী নির্বাচনে সরকারি বিধি-বিধান অনুসরন করা হবে।
* লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে নিম্নবর্ণিত সনদ/দলিল/ প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে: (১) অনলাইন পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি, (২) প্রবেশপত্রের ফটোকপি, (৩)সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, (৪) শিক্ষাগত সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, (৫) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, (৬) নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা/সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কাউন্সিলরের প্রদত্ত সনদ, (৭) অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।

সূত্র: দৈনিক ইত্তেফাক
তারিখ: ২৩/১২/২৪ইং
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    873 Views
    by bdchakriDesk
    0 Replies 
    509 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1454 Views
    by bdchakriDesk
    0 Replies 
    796 Views
    by bdchakriDesk
    0 Replies 
    713 Views
    by bdchakriDesk

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]