Get on Google Play

ব্যাংক, বীমা, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, অন্যান্য বানিজ্যিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান
By bdchakriDesk
#8027
নিম্ন বর্ণিত পদসমূহে জরুরী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে স্বহস্তে লিখিত আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১২/০৬/২০২৪ইং রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় নিম্ন ঠিকানায় সরাসরি উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

১.পদের নাম:মৎস্য কর্মকর্তা
শিক্ষাগত যোগ্যতা:মৎস্য বিজ্ঞানে স্নাতকোত্তর/ডিপ্লোমা
অভিজ্ঞতা ও বেতন:কমপক্ষে বিএসসি ফিসারিজ (অনার্স) এমএসজি অথবা স্বীকৃতিপ্রাপ্ত যে কোন ফিসারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট হতে মৎস্য বিজ্ঞানে ৪ বছরের ডিপ্লোমা। (অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে) বেতন: আলোচনা সাপেক্ষে (থাকা-খাওয়া ফ্রি)

২.পদের নাম:ডেইরী ও পোল্ট্রি কর্মকর্তা
শিক্ষাগত যোগ্যতা:ডিভিএম ডিগ্রিধারী (ডেইরি এন্ড পোল্ট্রি) / ডিপ্লোমা
অভিজ্ঞতা ও বেতন:কমপক্ষে বিএসসি ডেইরি এন্ড পোল্ট্রি (অনার্স) ডিভিএম ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে অথবা স্বীকৃতিপ্রাপ্ত যে কোন ডেইরি/ পোল্ট্রি ডিপ্লোমা ইনস্টিটিউট হতে ৪ বছরের ডিপ্লোমা। বেতন: আলোচনা সাপেক্ষে (থাকা-খাওয়া ফ্রি)

৩.পদের নাম:কৃষি কর্মকর্তা/ সুপারভাইজার
শিক্ষাগত যোগ্যতা:কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর/ডিপ্লোমা
অভিজ্ঞতা ও বেতন:কমপক্ষে বিএসসিএজি (অনার্স) অথবা স্বীকৃতিপ্রাপ্ত যে কোন কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট
হতে কৃষি বিজ্ঞানে ৪ বছরের ডিপ্লোমা। বেতন: আলোচনা সাপেক্ষে (থাকা- খাওয়া ফ্রি)

৪.পদের নাম:মাঠকর্মী (মৎস্য/পোল্ট্রি/ ডেইরী/নার্সারি)
শিক্ষাগত যোগ্যতা:এসএসসি/সমমান
অভিজ্ঞতা ও বেতন:হাঁস-মুরগী, গবাদী পশু, গরু-ছাগল পালন, গাছ লাগানো ও পরিচর্যা এবং রক্ষণাবেক্ষন কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ১৩,০০০/-টাকা (থাকা ফ্রি)

৫.পদের নাম:বাবুর্চি
শিক্ষাগত যোগ্যতা:অষ্টম শ্রেণি
অভিজ্ঞতা ও বেতন:সুস্বাস্থ্যের অধিকারী, নামাজী এবং দেশি-বিদেশি সব ধরনের রান্নার কাজে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ পরিস্কার-পরিচ্ছন্ন হতে হবে। বেতন: ২০,০০০/-টাকা (থাকা-খাওয়া ফ্রি)

৬.পদের নাম:সহকারী বাবুর্চি
শিক্ষাগত যোগ্যতা:অষ্টম শ্রেণি
অভিজ্ঞতা ও বেতন:সুস্বাস্থ্যের অধিকারী, নামাজী এবং দেশি-বিদেশি সব ধরনের রান্নার কাজে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ পরিস্কার-পরিচ্ছন্ন হতে হবে। বেতন: ২০,০০০/-টাকা (থাকা-খাওয়া ফ্রি)


যোগাযোগ: চেয়ারম্যান, মোহনা ভবন, বাড়ী-৮, রোড-৪, সেকশন-৭, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬


সূত্র: বাংলাদেশ প্রতিদিন
You do not have the required permissions to view the files attached to this post.

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]