- Fri Jun 07, 2024 11:53 pm#8025
প্যানাসিয়া সার্ভিসেস (প্রাঃ) লিমিটেড পরিচ্ছন্নতা কর্মী আবশ্যক
প্যানাসিয়া সার্ভিসেস (প্রাঃ) লিমিটেডে আকর্ষণীয় বেতনে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক অধূমপায়ী (পুরুষ ও মহিলা) পরিচ্ছন্নতা কর্মী আবশ্যক।
যোগ্যতা ও শর্তাবলী:
১। শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী।
২। বয়স ১৮-২৫ বছর।
৩। আগ্রহী প্রার্থীর-ক) পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত খ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি গ) ন্যাশনাল আইডি/জন্ম সনদ ঘ) নাগরিকত্বের সনদ ঙ) দুইজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্সসহ (পরিচিতি, সম্পর্ক ও মোবাইল নম্বর) খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক, "এক্সিকিউটিভ ডাইরেক্টর, প্যানাসিয়া সার্ভিসেস (প্রাঃ) লিমিটেড" বরাবর আবেদন পত্র আগামী ২০.০৬.২০২৪ ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ডাকযোগে/সরাসরি জমা দিতে হবে।
৪। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিটির আংশিক বা সম্পূর্ণ বাতিল করার অথবা যে কোন শর্ত শিথিল বা সংযোজন করার ক্ষমতা সংরক্ষণ করে।
৫। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য করা হবে।
এক্সিকিউটিভ ডাইরেক্টর
প্যানাসিয়া সার্ভিসেস (প্রাঃ) লিমিটেড বাড়ী-৪৮, রোড-৯/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯
panaceaservices09@gmail.com
সূত্র: প্রথম আলো
প্যানাসিয়া সার্ভিসেস (প্রাঃ) লিমিটেডে আকর্ষণীয় বেতনে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক অধূমপায়ী (পুরুষ ও মহিলা) পরিচ্ছন্নতা কর্মী আবশ্যক।
যোগ্যতা ও শর্তাবলী:
১। শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী।
২। বয়স ১৮-২৫ বছর।
৩। আগ্রহী প্রার্থীর-ক) পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত খ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি গ) ন্যাশনাল আইডি/জন্ম সনদ ঘ) নাগরিকত্বের সনদ ঙ) দুইজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্সসহ (পরিচিতি, সম্পর্ক ও মোবাইল নম্বর) খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক, "এক্সিকিউটিভ ডাইরেক্টর, প্যানাসিয়া সার্ভিসেস (প্রাঃ) লিমিটেড" বরাবর আবেদন পত্র আগামী ২০.০৬.২০২৪ ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ডাকযোগে/সরাসরি জমা দিতে হবে।
৪। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিটির আংশিক বা সম্পূর্ণ বাতিল করার অথবা যে কোন শর্ত শিথিল বা সংযোজন করার ক্ষমতা সংরক্ষণ করে।
৫। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য করা হবে।
এক্সিকিউটিভ ডাইরেক্টর
প্যানাসিয়া সার্ভিসেস (প্রাঃ) লিমিটেড বাড়ী-৪৮, রোড-৯/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯
panaceaservices09@gmail.com
সূত্র: প্রথম আলো
You do not have the required permissions to view the files attached to this post.