Get on Google Play

ব্যাংক, বীমা, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, অন্যান্য বানিজ্যিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান
#7851
কোস্ট ফাউন্ডেশন (www.coastbd.net) একটি মানভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UN ECOSOC) হতে Special Consultative Status প্রাপ্ত। কোস্ট উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠির জীবন মান উন্নয়নের কৌশলগুলি বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রনকারী সংস্থা (এমআরএ) কর্তৃক নিবন্ধিত এবং সনদ নং ০০৯৫৬-০৪০৪১-০০০৬৮। বর্তমানে কোস্ট ফাউন্ডেশন ভোলা, পটুয়াখালী, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, লক্ষিপুর, নোয়াখালী, ফেনি, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার সহ মোট ১২ টি উপকুলীয় জেলায় ১২৫ টি শাখা অফিসের মাধ্যমে ক্ষুদ্রঋণ কর্মসুচি পরিচালনা করছে।
কোস্ট ফাউন্ডেশনের ক্ষুদ্রঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে নিম্নোক্ত পদে উপরোক্ত জেলাসমুহে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিয়োগের জন্য আবেদন/ পূর্ণ জীবন বৃত্তান্ত প্রদানে আহ্বান করছে

১.পদের নাম:ঋণ ও উন্নয়ন কর্মকর্তা
শিক্ষাগত যোগ্যতা:স্নাতক/স্নাতকোত্তর
পদ সংখ্যা:৫০ টি
অভিজ্ঞতা:অভিজ্ঞ প্রার্থীদের অগ্রধিকার দেয়া হবে।
সর্বোচ্চ বয়স:৩২ বছর
বেতন:স্নাতকের ক্ষেত্রে বেতন: ২৮৯৫০ টাকা, স্নাতকোত্তরের ক্ষেত্রে বেতন ৩১৮৪৫ টাকা।

২.পদের নাম:শাখা ব্যবস্থাপক
শিক্ষাগত যোগ্যতা:স্নাতকোত্তর
পদ সংখ্যা:১০ টি
অভিজ্ঞতা:যে কোন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ৩ বছর শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে
সর্বোচ্চ বয়স:৩৫ বছর
বেতন:বেতন ৩৭২১৬ টাকা, এছাড়া মোটর সাইকেল বিল ৩৩০০ টাকা ও মোবাইল বিল ৪০০ টাকা প্রদান করা হবে।

৩.পদের নাম:আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী
শিক্ষাগত যোগ্যতা:স্নাতকোত্তর
পদ সংখ্যা:০২ টি
অভিজ্ঞতা:যে কোন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে রিজিওনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, এবং ১৫-২০ টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
সর্বোচ্চ বয়স:৪০ বছর
বেতন:৬৭৭২৫ টাকা, এছাড়া মোটর সাইকেল বিল ৬৬০০ টাকা ও মোবাইল বিল ১০০০ টাকা প্রদান করা হবে


তাছাড়া প্রতিবছর কর্ম দক্ষতার ভিত্তিতে বাৎসরিকভাবে নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি হতে পারে। কোন পরীক্ষাতেই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমান (জিপিএ) গ্রহণযোগ্য নয়।

সকল পদের জন্য শিক্ষানবীশ কাল হবে ন্যূনতম ৬ মাস এবং স্থায়ীকরণের পর বেতন ভাতার সাথে প্রভিডেন্ট ফান্ড, ২টি উৎসব ভাতা (প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমান), গ্রাচ্যুইটি, চিকিৎসা সহায়তা ও নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা আছে। মাঠ পর্যায়ে সপ্তাহে দুই দিন ছুটির ব্যবস্থা রয়েছে এবং পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা ও নিজ খরচে খাওয়ার সুব্যবস্থা আছে।
আবেদন/ জীবন বৃত্তান্ত পাঠানোর ঠিকানা: কোস্ট ফাউন্ডেশন, মেট্রোমেলোডি (১ম তলা), বাড়ি নং # ১৩, রোড নং # ০২, শ্যামলী, ঢাকা ১২০৭। অবশ্যই ডাকেযোগে আবেদন পাঠাতে হবে, খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন পৌছানোর সর্বশেষ সময় ৩০ মে ২০২৪ ইং বিকেল ৫.০০ ঘটিকা। আবেদন যাচাই বাছাই করে নির্বাচিত ব্যক্তিদের পরবর্তীতে ইন্টারভিডের (লিখিত ও মৌখিক পরিক্ষা) জন্য ডাকা হবে।
আবেদনপত্রের সাথে ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি (১৫ দিনের পুর্বে তোলা ছবি গ্রহনযোগ্য নয়), সকল পরীক্ষা পাশের সনদপত্রের সত্যায়িত অনুলিপি, নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র, অভিজ্ঞতার সনদ ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের রঙ্গীন অনুলিপি, নিজ উপজেলা পরিষদের ১ম শ্রেণির সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ যুক্ত করতে হবে। পরিক্ষার সময় সকল মুলসনদপত্র সঙ্গে আনতে হবে।
ছাত্র, ধূমপায়ী এবং মটরসাইকেল/বাইসাইকেল চালনায় অনাগ্রহীদের আবেদনের প্রয়োজন নাই। কোন প্রার্থীর নারী বা শিশুর প্রতি শোষন বা যৌন নির্যাতনের কোন অভিযোগ থাকলে বা প্রমানিত হলে তার প্রার্থীতা বা নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে। নির্বাচিত প্রার্থীদের সর্বদা যৌন শোষণ ও অপব্যবহার থেকে সুরক্ষা নীতি মেনে চলতে হবে। কোন প্রার্থী বা তার পরিবার বাল্য বিবাহের সাথে জড়িত থাকলে তার আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ এবং অপব্যবহারের সাথে সম্পর্কিত বিষয়ে তাদের অতীতের আচরণের বিষয়ে রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। যেকোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে, এমনকি প্রার্থিতাও বাতিল হতে পারে। শৃংখলা বিধানের স্বার্থে কোস্ট ফাউন্ডেশন নিয়োগ প্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে নির্দিষ্ট ফরমে অঙ্গিকারনামা গ্রহণ করবে। কোস্ট ফাউন্ডেশন নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দিবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    575 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1140 Views
    by bdchakriDesk
    1 Replies 
    1564 Views
    by bdchakriDesk
    1 Replies 
    982 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1067 Views
    by bdchakriDesk

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]