Get on Google Play

ব্যাংক, বীমা, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, অন্যান্য বানিজ্যিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান
#7806
ম্যাবকো স্মার্ট গ্রুপের নিম্নলিখিত কোম্পানির জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে।
১) মের্সাস এ্যারিকো ল্যাবরেটরীজ (ইউনানী) (ম্যাবকো স্মার্ট গ্রুপের প্রতিষ্ঠান)
১. মার্কেটিং ম্যানেজার (১জন)-ইউনানী ঔষধ বিক্রয়ের উপর কমপক্ষে ৫ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।
২. মার্কেটিং অফিসার (৫জন) ইউনানী ঔষধ বিক্রয়/ ডিলার নিয়োগের উপর কমপক্ষে ২ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।
২) ম্যাবকো ফুড ইন্ডাস্ট্রিজ (ম্যাবকো স্মার্ট গ্রুপের প্রতিষ্ঠান)
১. মার্কেটিং ম্যানেজার (১জন) ফুড প্রোডাক্ট বিক্রয়ের উপর কমপক্ষে ৩ বৎসরের অভিজ্ঞতা থাকতে
২. মার্কেটিং অফিসার (৫জন)-ফুড প্রোডাক্ট বিক্রয়ের উপর কমপক্ষে ২ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীকে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগের জন্য আহবান করা যাচ্ছে।
যোগাযোগ (প্রধান কার্যালয়):
ম্যাবকো স্মার্ট গ্রুপ
৭৩-এইচ-বি সেন্ট্রালরোড, ধানমন্ডি, ঢাকা।
মোবাঃ ০১৯১৬-৭৪২৩৬৮
(সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত)

সূত্র: বাংলাদেশ প্রতিদিন
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    471 Views
    by bdchakriDesk
    0 Replies 
    603 Views
    by bdchakriDesk
    0 Replies 
    636 Views
    by bdchakriDesk
    0 Replies 
    512 Views
    by bdchakriDesk
    0 Replies 
    466 Views
    by bdchakriDesk

    Power Grid Bangladesh PLC, entrusted with the resp[…]

    ১.অ্যালটিমিটার –উচ্চতা পরিমাপক যন্ত্র। ২. উদ[…]

    ১. ০.৪৭ কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হব?-৪৩/৯০[…]

    ১.অপলাপ শব্দের অর্থ-অস্বীকার । ২.বাক্যের ক্ষুদ্রতম[…]