- Sun Apr 25, 2021 9:27 pm#6997
দেশের সুপরিচিত শরীফ মেলামাইন ইন্ডাষ্ট্রিজ (প্রাঃ) লিঃ, শরীফ হোম এ্যাপ্লায়েন্স লিঃ, শরীফ প্লাষ্টিক ইন্ডাষ্ট্রিজ প্রাঃ লিঃ এর উৎপাদিত পণ্য সামগ্রী (মেলামাইন তৈজসপত্র, গ্যাস স্টোভ, ফ্যান, প্রেশার কুকার, রাইস কুকার, নন-স্টিক কুকওয়্যার, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক কেতলি, জুসার, চপার, মিক্সার গ্রাইন্ডার, ব্লেন্ডার, ইন্ডাকশন কুকার, হটপট, ফ্লাক্স, কাটলারী, প্লাষ্টিকের বিভিন্ন ধরনের গৃহস্থালীর সামগ্রী) ব্যবহারকারী/ভোক্তাদের হাতের নাগালে পৌছে দেয়ার লক্ষ্যে কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে দেশব্যাপী সেলস্ আউটলেট এবং ডিলার বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী কর্তৃক ফ্রাঞ্চাইজ শপ স্থাপন করা হবে। এ ধরনের প্রকল্প বাস্তবায়ন ও পরিচালনায় কমপক্ষে ৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ম্যানেজার আবশ্যক। বয়স কমপক্ষে ৪৫ বছর।
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আগামী ৩০শে এপ্রিল, ২০২১ তারিখের মধ্যে ই-মেইলে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে।
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আগামী ৩০শে এপ্রিল, ২০২১ তারিখের মধ্যে ই-মেইলে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে।
You do not have the required permissions to view the files attached to this post.