Get on Google Play

ব্যাংক, বীমা, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, অন্যান্য বানিজ্যিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান
#4348
১. প্লানিং, মনিটরিং এন্ড অডিট অফিসারঃ স্নাতক/স্নাতকোত্তর (হিসাব বিজ্ঞাপন/ ব্যবস্থাপনা/পরিসংখ্যান)। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ৩-৪ বছরের অভিজ্ঞতা। বয়সঃ ২৮-৪০ বছর। বেতন সর্বসাকুল্যে ২২,৪৮৪/- থেকে ২৩,৪২৩/- টাকা।
২. ব্রাঞ্চ ম্যানেজারঃ এইচএসসি/স্নাতক। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার পদে ৩-৫ বছরের অভিজ্ঞতা। বয়স: ২৮-৪০ বছর। বেতন: সর্বসাকুল্যে ১৮,৭৫২/- থেকে ১৯,৫৩৫/- টাকা।
৩. লোন অফিসার/সহকারী লোন অফিসার: এসএসসি/এইচএসসি। এনজিও’তে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ২-৪ বছরের অভিজ্ঞতা। বয়স: ২৫-৪০ বছর। বেতন: লোন অফিসার সর্বসাকুল্যে ১৫,২৪০/- থেকে ১৫,৮২২/- টাকা। সহকারী লোন অফিসার সর্বসাকুল্যে ১১,৯৪৮/- থেকে ১২,৬৬৮/- টাকা।

আগ্রহী প্রার্থীদের আবদনপত্রসহ পূর্ণঙ্গ-জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি, মোবাইল নম্বর, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবিসহ খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আগামী ০৩.১২.২০২০ইং তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। নির্বাচিত প্রার্থীদের চাকুরিতে যোগদানের সময় ১০,০০০/- টাকা ফেরতযোগ্য জামানত এবং শিক্ষাগতযোগ্যতার মূল সনদপত্র জমা দিতে হবে এবং সংস্থার পলিসি অনুযায়ী অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে চাকুরীতে যোগদান করতে হবে। উল্লেখিত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারযোগে আবেদন পাঠাতে হবে।
নির্বাহী পরিচালক, স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বাড়ী# ৩৩, রোড # ০৭, ব্লক # খ, পিসিকালচার হাউজিং সোসাইটি, শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

সূত্র: দৈনিক প্রথম আলো
তারিখ: 18/11/2020
You do not have the required permissions to view the files attached to this post.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    301 Views
    by bdchakriDesk
    0 Replies 
    5457 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4231 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4424 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4626 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]