- Thu Feb 15, 2024 8:43 pm#7721
স্থানীয় সরকার বিভাগের (জেলা পরিষদ শ।খা ) ০৫/০২/২০২৪ ইং তারিখের বাগেরহাট জেলা পরিষদের সংগঠনিক কাঠামোভুক্ত অফিস সহায়ক -এর শূন্যপদে ১ জন লোক নিয়োগের ছাড়পত্র অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জেলা পরিষদ চাকুরী বিধিমালা ১৯১০ এর বিধি মোতাবেক ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে উল্লেখিত বর্ণিত শর্তসাপেক্ষে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহবান করা যাচ্ছে।
উক্ত আবেদন ফরম এ কার্যালয়ে এবং জেলা পরিষদ , বাগেরহাট -এর ওয়েবসাইট www.zpbagerhat.gov.bd -এ পাওয়া যাবে। সরকার কর্তৃক চাকুরীর নির্ধারিত আবেদন ফরমে প্রধান নির্বাহী কর্মকর্তা ,জেলা পরিষদ, বাগেরহাট সম্বোধন করে আগামী ১৪/০৩/২০০৪ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা পরিষদ , বাগেরহাট এর কার্যালয়ে ডাকযোগে পৌছাতে হবে।
সোর্স: আমাদের সময় ,১৫/০২/২০২৪ ইং
উক্ত আবেদন ফরম এ কার্যালয়ে এবং জেলা পরিষদ , বাগেরহাট -এর ওয়েবসাইট www.zpbagerhat.gov.bd -এ পাওয়া যাবে। সরকার কর্তৃক চাকুরীর নির্ধারিত আবেদন ফরমে প্রধান নির্বাহী কর্মকর্তা ,জেলা পরিষদ, বাগেরহাট সম্বোধন করে আগামী ১৪/০৩/২০০৪ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা পরিষদ , বাগেরহাট এর কার্যালয়ে ডাকযোগে পৌছাতে হবে।
সোর্স: আমাদের সময় ,১৫/০২/২০২৪ ইং
You do not have the required permissions to view the files attached to this post.