Get on Google Play

সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত এবং সরকার মালিকানাধীন কোম্পানি সমূহ ইত্যাদি
#7705
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সিনানিবাসে ক্যান্টমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান উল্লেখে বর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আবেদনের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি , ২০২৪ এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
চাকরির আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৭ ফেব্রুয়ারি , ২০২৪ তারিখে সবোর্চ্চ৩০ বছর হতে হবে।প্রার্থীর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র,কন্যা ,ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সবোর্চ্চ বয়সসীমা ৩২ বছর ।
আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে মুক্তিযোদ্ধা সনদসড সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান /সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। একইভাবে শারীরিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায় ভুক্ত হলে যথাক্রমে জেলা সমাজ সেবা অফিস ও জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদ দাখিল করতে হবে। প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। প্রার্থীর নাম ও পিতার নাম এসএসসি বা সমমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদনে হুবহু সেভাবে লিখতে হবে। সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা ) ও জুনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) পদের যেকোন ১টি পদে আহবান করা যাবে। অনলাইনে আবেদনপত্র পূরণ : পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণhttp://job.shmrmi.gov.bdওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী https://job.shmrmi.gov.bdwww.dmlc.gov .bd ওয়েবসাইটে পাওয়া যাবে ।

সোর্স: দৈনিক ইত্তেফাক
তারিখ:০৯/০২/২০২৪ ইং
You do not have the required permissions to view the files attached to this post.
googleplay liked this
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5353 Views
    by bdchakriDesk
    0 Replies 
    6766 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4408 Views
    by tumpa
    0 Replies 
    5156 Views
    by tumpa
    0 Replies 
    4821 Views
    by bdchakriDesk

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]