- Sun Feb 04, 2024 11:15 pm#7689
জনপ্রশাসন মন্ত্রণালয়,উদৃত্ত কর্মচারী শাখার ১৭ ই জুলাই ২০২৩ তারিখের ০৫.০০.০০০০.১৬৬.১১.০১২.১৫-৯২ সংখ্যক স্মারকপত্রের শূণ্যপদ পূরণের ছাড়পত্রাদেশ,বিভাগীয় নির্বাচনী বোর্ড ,চট্টগ্রাম এর ০১ জানুয়ারি ২০২৪ তারিখের ০৫.৪২.২০০০.০০৩.০১১.২২-১৮৩ নং স্মারকমূল্যে নিয়াগ বিজ্ঞপ্তি জারীর অনুমতির প্রেক্ষিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের শূন্য পদসমূহ সরাসরি পূরণের লক্ষ্যে সম্পূণূ অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের মাধ্যমে উল্লেখিত বর্ণিত শর্তে নির্ধারিত ফরমে লক্ষীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে উল্লেখিত শর্তে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।পরীক্ষায় যারা অংশগ্রহণে ইচ্ছুক [url ‘http://dclakshmipur.teletalk.com.bd ’]http://dclakshmipur.teletalk.com.bd [/url]এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন।অনলাইনে আবেদন শুরুর তারিখ ০৭/০২//২০২৪ সকাল ১০:০০টা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ:০৬/০৩/২০২৪ বিকাল ৫টা।
সোর্স :বাংলাদেশ প্রতিদিন
তারিখ:০৪/০২/২০২৪ ইং
সোর্স :বাংলাদেশ প্রতিদিন
তারিখ:০৪/০২/২০২৪ ইং
You do not have the required permissions to view the files attached to this post.