- Sat Apr 24, 2021 8:08 pm#6985
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-০২ স্মারক নং-৪৪.০০.০০০০.০৯৫.০২.০০৪.২০২০.২৩৬, তারিখ-২২/০৬/২০২০ খ্রিঃ এবং পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা এর স্মারক নং-প্রশাসন/১২-২০১৩/৩২৭(৪), তারিখ- ১৩/০৭/২০২০ খ্রিঃ মোতাবেক নিম্নবর্ণিত শূন্য পদটি অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত চাকরির আবেদনের মডেল ফরমে/নির্ধারিত ফরমে চট্টগ্রাম বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
You do not have the required permissions to view the files attached to this post.