- Sat Jan 02, 2021 11:33 am#5248
জনপ্রশাসন মন্ত্রণালয়, উদ্বৃত কর্মচারী শাখা, ঢাকার ০৫ নভেম্বর, ২০২০ তারিখের ০৫.০০.০০০০.১৬৬.১১.০১৮.১৫-২২০নং স্মারক এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় ও বিভাগীয় নির্বাচনী বোর্ড, চট্টগ্রাম-এর ২৯ নভেম্বর, ২০২০ তারিখের ০৫.৪২.০০০০.০০৩.০৩.০০৮.২০১৪০ নং স্মারকের অনুমোদন মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে নিম্নবর্ণিত শূন্যপদসমূহ অস্থায়ীভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নির্ধারিত চাকুরীর আবেদন মডেল ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
You do not have the required permissions to view the files attached to this post.