আমাদের সর্ম্পকে
আমরা লাথিগুরি খাওয়া একসময়কার বেকারের একটি দল। যদিও এখন সবাই কিছু না কিছু করি, তারপরও সেই লাথিগুরি খাওয়া দিনগুলোর অভিজ্ঞতার কথা ভুলি নাই। এজন্যই পরবর্তী সময়ের সদ্য পাশ করা বেকারদের জন্য এমন কিছু করার চিন্তা ছিল যাতে অন্তত তাদের লাথিগুরি খাওয়া কিছুটা হলেও লাঘব করতে পারি, আর সেই চিন্তার ফসলই এই বিডি চাকরি!